দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বড় উপহার ৷ এসবিআই কার লোনে প্রোসেসিং ফি জিরো করে দেওয়া হয়েছে ৷ এর মানে আপনি যদি গাড়ি কেনার জন্য অটো লোন নিয়ে থাকেন তাহলে ব্যাঙ্কের তরফে প্রোসেসিং ফি হিসেবে কোনও চার্জ নেওয়া হবে না ৷
2/ 4
পাশাপাশি, ব্যাঙ্ক পার্সোনাল লোন ও এডুকেশন লোনের রি-পেমেন্টের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল ৷ এখন আপনি ৬ বছরের জন্য পার্সোনাল লোন নিতে পারবেন ৷ এর জেরে লোনের EMI এর বোঝা গ্রাহকদের উপর অনেকটাই কমে যাবে ৷
3/ 4
লোনের জন্য যখন আবেদন করবেন ব্যাঙ্কের তরফে প্রোসেসিং চার্জ নেওয়া হয়ে থাকে ৷ সাধারণত পার্সোনাল লোনের অফার দু’ধরনের হয় ৷ এক ধরনের অফারে আপনাকে প্রোসেসিং ফি দিতে হয় ৷ এছাড়া সমস্ত জরুরি তথ্যের কপি দিতে হবে ৷
4/ 4
পার্সোনাল লোনের প্রোসেসিং ফি হিসেবে ২-৩ শতাংশ চার্জ নেওয়া হবে ৷ এছাড়া প্রত্যেক মাসের কিস্তির উপর জিএসটি দিতে হয় ৷