

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ ফের বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI ৷ সম্প্রতি স্টেট ব্যাঙ্কের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন বিভাগে মোট ৯২ জন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে ৷


উল্লেখ্য, এই পদগুলিতে কর্মী নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না ৷ সাইটে আবেদনপত্র জমা দেওয়ার পর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেবে ব্যাঙ্ক ৷ ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া ৷


জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদনের জন্য পরীক্ষার ফি হিসাবে দিতে হবে ৭৫০ টাকা ৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনও টাকা লাগবে না ৷


বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক তা হল-রিস্ক স্পেশালিস্ট সেক্টর (স্কেল ৩)- শূন্যপদ ৫টিরিস্ক স্পেশালিস্ট সেক্টর (স্কেল ২)- শূন্যপদ ৫টিপোর্ট ফোলিও ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (স্কেল-২)- শূন্যপদ ৩টিরিস্ক স্পেশালিস্ট-ক্রেডিট (স্কেল-৩) শূন্যপদ ২টিরিস্ক স্পেশালিস্ট-ক্রেডিট (স্কেল-২) শূন্যপদ ২টিরিস্ক স্পেশালিস্ট-এন্টারপ্রাইজ (স্কেল-২) শূন্যপদ ১টি


এছাড়াও কর্মী নিয়োগ করা হবে-রিস্ক স্পেশালিস্ট-IND AS (স্কেল-৩) শূন্যপদ ৪টিডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) শূন্যপদ ১১টিম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) শূন্যপদ ১১টিডেপুটি ম্যানেজার (সিস্টেম অফিসার) শূন্যপদ ৫টিডেটা প্রোটেকশন অফিসার-শূন্যপদ ১টিপোস্ট ডক্টেরাল রিসার্চ ফেলো- শূন্যপদ ৫টিডেটা ট্রেনার- শূন্যপদ ১টিডেটা ট্রান্সলেটর- শূন্যপদ ১টিসিনিয়র কনসালট্যান্ট অ্যানালিস্ট- শূন্যপদ ১টিঅ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার - শূন্যপদ ১টিডেপুটি ম্যানেজার (সিকিওরিটি)- শূন্যপদ ২৮টিম্যানেজার (রিটেল প্রোডাক্টস)- শূন্যপদ ৫টি


এই পদগুলিতে আবেদনের জন্য যোগ্যতা মানও ভিন্ন ৷ ডেটা প্রোটেকশন অফিসার পদে আবেদনের জন্য গ্র্যাজুয়েট হলেই চলবে ৷ রিস্ক স্পেশালিস্ট অফিসার পদে আবেদনের জন্য চার্টাড অ্যাকাউন্টটেন্ট অথবা CFA বা ফাইনান্স, ডেটা অ্যানালিসিস, বিজনেস অ্যানালিটিক্স নিয়ে MBA/PGDM ডিগ্রি থাকা বাঞ্ছনীয় ৷