পাঞ্জাবের আটারী সীমান্তে সঞ্জীবনীর লঞ্চ অনুষ্ঠানের ক্যাচলাইন ছিল 'লাগায়া ক্যায়া'। অনুষ্ঠানে সুফী গানের সুরে উপস্থিত সেনা জওয়ানদের মুগ্ধ করলেন লাখভিন্দার সিং ওয়াডালি। অনুষ্ঠানে সোনু সুদ বলেন করোনার মত অতিমারিকে ব্যাপক আকারে টিকাকরণের মাধ্যমে জয় করতে হবে। ভ্যাকসিন দিয়েই বাঁচতে হবে ভাইরাসের হাত থেকে।