

অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট করতে করতেই হঠাৎ বুড়ো আঙুলে চোট পেয়ে উঠে যেতে হয়েছে। তিনি ভারতীয় ক্রিকেটের আদরের জাড্ডু। চোট নিয়েও ব্যাট করতে চাইছেন, স্বাভাবিক ভাবেই সংবাদমাধ্যমে প্রতিবেদনের ভিড় তাঁকে নিয়ে। উপচে পড়ছে ক্যামেরার ফ্লাশ। অবশ্য কম যান না তাঁর স্ত্রী রিভাবা সোলাঙ্কি জাদেজাও। ঘনিষ্ঠমহলে বেপরোয়া বলে পরিচিত এই ডাকসাইটে সুন্দরী রিভাবা যেন দশ হাতে কাজ করেন। জানুন তাঁর কীর্তিকলাপ।


২০১৬ সালে রিভাবা বিবাহবন্ধনে আবদ্ধ হন রবীন্দ্র জাদেজার সঙ্গে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। জামনগরে রবীন্দ্র জাদেজার রেস্তোরাঁর দেখাশোনাও করেন তিনি।


বিজেপিতে যোগদান করার আগে রিভাবা করণী সেনার মহিলা শাখার প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। এইসময়ে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে একটি কনস্টেবেলের বাইকে ধাক্কা মারেন রিভাবা। তাঁতেই তার দিকে আলো ফেলে সংবাদমাধ্যম। অল্প কিছুদিনে শিবির বদলান রিভাবা।


মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন রিভাবা। তবে সেই চাকরি ছেড়ে দেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েই। কাঁধে তুলে নেন রেস্তোরা চালানোর গুরুদায়িত্ব। রিভাবা -রবীন্দ্র এর আগে অভয়ারণ্যে গাড়ি থেকে নেমে সেলফি তুলেও সামনে এসেছেন। সম্প্রতি মরণোত্তর চক্ষুদানের প্রতিশ্রুতি দিয়েছেন রিভাবা।