Realme 5 Pro-তে রয়েছে 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে, স্ক্রিনের উপরে রয়েছে ডিউড্রপ নচ। ফোনে রয়েছে Octacore Snapdragon 7124 GB RAM। ছবি তোলার জন্য রয়েছে ৪টি রিয়ার ক্যামেরা - 48MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড লেন্স, 2MP পোট্রেট লেন্স আর 2MP আলট্রা মাইক্রো লেন্স। সেলফির জন্য রয়েছে 16MP ক্যামেরা। ফোনের ভিরতে রয়েছে 4,035 mAh-এর ব্যাটারি।