

ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য স্বস্তির খবর৷ শীঘ্রই গ্রাহকদের ৫০০০০টাকা তোলার লিমিট তুলে নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এক সপ্তাহের মধ্যে টাকা তোলার উর্ধ্বসীমা তুলে নিতে পারে আরবিআই ৷ বৃহস্পতিবার আরবিআই-এর তরফে জানানো হয় যে ৩ এপ্রিল পর্যন্ত গ্রাহকরা ৫০,০০০ টাকার বেশি তুলতে পারবেন না ৷ আরবিআই এর তরফে অবশ্য গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা গ্রাহকদের ভালোর জন্যেই নেওয়া হবে ৷


ইয়েস ব্যাঙ্ক মামলায় আরবিআই দিল্লি ও মুম্বইয়ে DHFL এর একাধিক ঠিকানায় হানা দেয় ৷ সূত্রের খবর অনুযায়ী, সিবিআই কমপক্ষে ৭ জায়গায় হানা দিয়েছে৷


ইয়েস ব্যাঙ্কের নিয়ন্ত্রণ স্টেট ব্যাঙ্কের হাতে আসার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত লিক্যুইডিটি ও ভায়াবিলিটির চিন্তা অনেকটাই কম হয়েছে ৷ ৩ এপ্রিলের আগেই আরবিআই টাকা তোলার লিমিট তুলে নিতে পারে ৷ আরবিআই ১৫ মার্চ টাকা তোলার উর্ধ্বসীমা তুলে নেওয়ার উপরে পর্যালোচনা করছে ৷ দেশের আর্থিক ব্যবস্থার কথা মাথায় রেখে এবং ইয়েস ব্যাঙ্ককে বাঁচানোর জন্য আরবিআই স্টেট ব্যাঙ্ককে ৪৯ শতাংশ শেয়ার কেনার জন্য বলেছে ৷