আর কিছুক্ষণের অপেক্ষা! তারপরেই এই বছরের সবচেয়ে বড় তারকা বিবাহের আসর বসবে মুম্বইয়ে! বুধবার, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেহেন্দির মতো প্রাক বিবাহের অনুষ্ঠান সাঙ্গ হয়ে গিয়েছে। পালি হিলসে রণবীরের বাসভবন বাস্তুতে দুই তরফেরই বন্ধু এবং আত্মীয় সমাগম ঘটেছে। চিত্রসাংবাদিকদের নাওয়া খাওয়া শিকেয় উঠেছে স্বাভাবিকভাবেই। অনুষ্ঠানে আগত সমস্ত সেলিব্রিটিদের নানান মুহূর্তকে ক্যামেরায় ধরতে ব্যস্ত থেকেছেন তাঁরা।