দীর্ঘ লড়াইয়ের শেষে অবশেষে রামজন্মভূমিতে তৈরি হচ্ছে রামমন্দির ৷ ৫ অগাস্ট ভূমিপূজার পর থেকে শুরু হয়ে গিয়েছে নির্মাণের কাজ ৷ জানা গিয়েছে, লোহা নয় শুধু মাত্র পাথর দিয়েই তৈরি হবে রামমন্দির ৷ এমনভাবে নির্মাণ করা হবে রামলালার এই মন্দির, যে ১০০০ বছরেও ক্ষতিগ্রস্থ হবে না এই স্থাপত্য ৷ ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়ও প্রভাব ফেলতে পারবে না এই মন্দিরে বলে দাবি ৷
ট্যুইটে রামমন্দির ট্রাস্ট মন্দির নির্মাণের প্ল্যান বিস্তারিতভাবে জানিয়ে লিখেছে, কমপক্ষে হাজার বছরেও যাতে মন্দিরের কোনও ক্ষতি না হয় তাই ইট নয় পাথরের টুকরো দিয়ে তৈরি হবে রামলালার প্রাসাদ ৷ প্রতি পাথরকে আরও দৃঢ় করতে প্রতি পাথরের মাঝে কপারের পাত ও কপারের রড ব্যবহার করা হবে ৷ এর জন্য ১৮ ইঞ্চি লম্বা, ৩০ মিলিমিটার চওড়া এবং ৩ মিলিমিটার পুরু দশ হাজার তামার পাতের প্রয়োজন ৷
মন্দির নির্মাণের আগে মাটি পরীক্ষা করবেন আইআইটি চেন্নাইয়ের বিশেষজ্ঞরা। যদিও রামমন্দির নির্মাণের দায়িত্ব রয়েছে লারসেন এবং ট্রুব্রো সংস্থা ৷ ৩৬ থেকে ৪০ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে রামমন্দির ৷ রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের দাবি, রাম মন্দিরের নির্মাণ পরিকল্পনা এমনভাবে করা হচ্ছে যাতে রোদ-জল-বৃষ্টি, বড়সড় ভূমিকম্পও মন্দিরকে টলাতে পারবে না ৷