অনির্দিষ্টকালের জন্য সব যাত্রীবাহী ট্রেন বাতিল, ঘোষণা রেলের, চলবে শুধু স্পেশাল ট্রেন
রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ২৩০টি স্পেশাল ট্রেন বর্তমানে যেমন চলছে, চলবে৷ মালগাড়িও চলবে৷ মহারাষ্ট্র সরকারের অনুরোধে মুম্বইয়ে লোকাল ট্রেন কয়েকটি চলছে৷ সেগুলিও চলবে৷ বাকি সব ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে৷


অনির্দিষ্টকালের জন্য সব ট্রেনের স্বাভাবিক পরিষেবা বাতিল করা হল বলে জানিয়ে দিল রেল৷ রেলের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, ২৩০টি স্পেশাল ট্রেন ছাড়া লোকাল, এক্সপ্রেস, মেল ও মেট্রো সহ সব ট্রেন পরবর্তী নোটিস পর্যন্ত বাতিল৷


রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ২৩০টি স্পেশাল ট্রেন বর্তমানে যেমন চলছে, চলবে৷ মালগাড়িও চলবে৷ মহারাষ্ট্র সরকারের অনুরোধে মুম্বইয়ে লোকাল ট্রেন কয়েকটি চলছে৷ সেগুলিও চলবে৷ বাকি সব ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে৷


রাজধানী রুটে গত ১২ মে থেকে ১২ জোড়া ও গত পয়লা জুন থেকে ১০০ জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল৷ সম্প্রতি মুম্বইয়ে শহলতলিতে জরুরি ভিত্তিতে হাতে গোনা কয়েকটি লোকাল ট্রেন চালানো শুরু করেছে রেল৷


এর আগে রেলের তরফে জানানো হয়েছিল, ১২ অগাস্ট পর্যন্ত স্পেশাল ট্রেন ছাড়া সব স্বাভাবিক ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে৷ করোনা ভাইরাস সংক্রমণের জেরে গত ২৪ মার্চ প্রথম পর্যায়ের লকডাউন থেকেই বন্ধ রেল পরিষেবা৷