1/ 5


• নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির মধ্যেই এ বার ভাড়া বাড়ানোর ঘোষণা করল কেন্দ্রীয় রেল মন্ত্রক । স্বল্প দুরত্বের রেল যাত্রায় এ বার ভাড়া বাড়াবে রেল ।
2/ 5


• তবে এর পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ । দেশে কোভিড পরিস্থিতি এখনও যথেষ্ট আশাব্যঞ্জক নয় । বহু রাজ্যে এখনও করোনা চোখ রাঙাচ্ছে । এই সমস্যা থেকে কিছুটা হলেও নিস্তার পেতে ট্রেন যাত্রা’কে উৎসাহ দিতে চাইছে না রেলমন্ত্রক । ফলে ট্রেনের উপর কিছুটা চাপ কমাতেই এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।
3/ 5


• দ্বিগুণ ভাড়া বাড়ানো হয়েছে কোনও কোনও ক্ষেত্রে । যেমন, আগে অমৃতসর থেকে পাঠানকোট যেতে খরচ পড়ত ২৫ টাকা । এখন সেখানে গুণতে হবে ৫৫ টাকা ।