

আগামী দেড় বছরের মধ্যে প্রায় ৩লক্ষ বয়স্ক কর্মীদের ছেঁটে ফেলছে ভারতীয় রেল? গত ২৬ শে জুলাই জারি হওয়া ভারতীয় রেলের নয়া নির্দেশিকায় উঠে আসে এই প্রশ্নটাই। রেলের মতো সংস্থায় কর্মী ছাঁটাই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। সেই খবরের পরিপ্রেক্ষিতেই এদিন রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলমন্ত্রক ব্যাখা দিয়েছে ৷


সম্প্রতি শোনা যায়, নির্দেশিকা জারি করা হয়েছে যাতে ৫৫ বছর বয়স হয়ে গিয়েছে এমন কর্মচারীদের লিস্ট তৈরি করতে বলা হয়েছে ৷ পাশাপাশি ২০২০ সালের আগে যাদের চাকরি ৩০ বছর হয়ে গিয়েছে তাদেরও লিস্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু এই খবরকে ছাঁটাইয়ের উদ্যোগ নয় পারফরম্যান্স বিচারের প্রক্রিয়া বলে জানিয়েছে রেলমন্ত্রক ৷


রেলের দাবি, ছাঁটাই নয়, বিচার করা হচ্ছে পারফরম্যান্স ৷ কর্মীদের কাজের খতিয়ান নিতেই আন্ডার পারফর্মার লোকেদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়েছে পারফরম্যান্স বিচারের এমন প্রক্রিয়া আগেও হয়েছে ৷মঙ্গলবার রেলের নয়া নির্দেশিকায় দাবি করা হয়েছে, ছাঁটাই নয়, কর্মীদের কাজের মূল্যায়ণ করেই নেওয়া হবে সিদ্ধান্ত। বিভিন্ন রেল ইউনিয়নের হুঁশিয়ারি, ছাঁটাই হলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে।