কুড়িয়ে পাওয়া ৭ লক্ষ টাকা-গয়না ভর্তি ব্যাগ ফেরত দিলেন গরিব রিকশাচালক!
চরম দারিদ্রেও সততাকে সঙ্গেই রেখেছেন ৬০ বছর বয়সি ভিট্টল মাপারে৷ তাই যাত্রীর ফেলে যাওয়া ৭ লক্ষ টাকা ও দামি গয়না ভর্তি ব্যাগ সংশ্লিষ্ট যাত্রীর হাতেই তুলে দিলেন পুনের রিকশাচালক ভিট্টল৷


লকডাউনের সময় দিনের পর দিন রোজগার ছিল না৷ রাস্তায় মানুষ নেই৷ সব বন্ধ৷ প্রতিদিন অন্নের চিন্তা৷ এই রকম চরম দারিদ্রেও সততাকে সঙ্গেই রেখেছেন ৬০ বছর বয়সি ভিট্টল মাপারে৷ তাই যাত্রীর ফেলে যাওয়া ৭ লক্ষ টাকা ও দামি গয়না ভর্তি ব্যাগ সংশ্লিষ্ট যাত্রীর হাতেই তুলে দিলেন পুনের রিকশাচালক ভিট্টল৷ -- ছবি সংগৃহীত ও প্রতীকী


বুধবারের ঘটনা৷ পুনের কেশবনগরে ভিট্টল মাপারের রিকশা ভাড়া করেন এক দম্পতি৷ ভিট্টলের কথায়, 'ওঁদের পৌঁছে, রিকশাটা রাস্তার ধারে দাঁড় করিয়ে চায়ের দোকানে যাচ্ছিলাম৷ হঠাত্ চোখে পড়ল, পিছনের সিটে ব্যাগ৷ আমি খুলিনি ব্যাগ৷ ব্যাগ নিয়ে সোজা চলে যাই ঘোরপড়ি চৌকিথানায়৷ সাব-ইন্সস্পেক্টর বিজয় কদম ছিলেন৷' -- ছবি সংগৃহীত ও প্রতীকী


এসআই বিজয় কদম সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, 'ব্যাগ খুলে আমরা দেখি, ১১ ভরির বেশি গয়না ও ৭ লক্ষ টাকা৷ সব কটিই ২ হাজার টাকার নোট৷ কিছু জামাকাপড়৷ আমরা ওই দম্পতি যেখানে রিকশা থেকে নামেন, সেই এলাকার থানায় যোগাযোগ করি৷' -- ছবি সংগৃহীত ও প্রতীকী


জানা গিয়েছে, হাদাপসর পুলিশ স্টেশনে ব্যাগ হারিয়ে যাওয়ার মিসিং ডায়েরি করেছেন মেহবুব ও শাহনাজ শেখ৷ তাঁদের হাতে ব্যাগ তুলে দেওয়া হয়৷ ভিট্টল মাপারেকে ডেপুটি কমিশনার সুভাষ বাউচে সততার জন্য পুরস্কৃত করেন৷ -- ছবি সংগৃহীত ও প্রতীকী