আমেথি, রায়বেরেলি হয়ে অযোধ্যা। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধির তিন দিনের উত্তরপ্রদেশ সফর শুরু হয়েছে বুধবার।
শুক্রবার তিনি অযোধ্যা পৌঁছান। হনুমানগড় মন্দিরে পুজো দিলেন প্রিয়াঙ্কা গান্ধি
অযোধ্যায় স্থানীয়দের সঙ্গে মিশে কথাবার্তা বলে সেখান কার মানুষদের পালস বুঝে নেওয়ার চেষ্টা করেন তিনি
অযোধ্যাতে প্রিয়াঙ্কা গান্ধি একটি রোডশো করেন এবং বিখ্যাত হনুমানগড় মন্দিরও পরিদর্শন করেন তিনি।
...