উত্তরপ্রদেশ ফিরে পেতে লড়াইয়ে প্রিয়াঙ্কা গান্ধি। সোমবার থেকে গঙ্গাবক্ষে প্রচার। প্রয়াগ থেকে শুরু প্রচার। (Image: PTI)
নরম হিন্দুত্বে ভর করেই যোগী-রাজ্য উত্তরপ্রদেশে ভোটপ্রচারে নেমে পড়লেন প্রিয়ঙ্কা গান্ধি। প্রথমে এলাহাবাদের বড় হনুমান মন্দিরে পুজো দেন সনিয়া-তনয়া। (Image: Special Arrangement)
এলাহাবাদের বড় হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি (Image: Special Arrangement)
তারপর ত্রিবেণী সঙ্গমে গঙ্গাপুজো করেন তিনি। প্রিয়াঙ্কাকে ঘিরে সর্বত্রই কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড়। (Image: PTI)
আঠেরোই মার্চ থেকে তিন দিন গঙ্গাযাত্রা করবেন প্রিয়াঙ্কা গান্ধি। স্টিমার বোটে ১৪০ কিমি গঙ্গাযাত্রা করবেন তিনি।(Image: Special Arrangement)
প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন প্রিয়াঙ্কা। (Image: PTI)
প্রয়াগরাজ থেকে শুরু। শেষ হবে বারাণসীতে। (Image: Special Arrangement)
...