কংগ্রেসের কেন্দ্রীয় মহাসচিব ও পূর্ব উত্তরপ্রদেশের প্রধান প্রিয়াঙ্কা গান্ধি সোমবার প্রয়াগরাজ থেকে বারাণসি পর্যন্ত গঙ্গাযাত্রায় বেরিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷ পূজার্চনার মধ্যে দিয়েই প্রথম দিনের যাত্রা শুরু করেছেন তিনি যাত্রাপথে বিভিন্ন জায়গার হয়ে সেই জায়গায় আসবেন যেখানে লব-কুশ রামকে থামিয়েছিলেন ৷ বাবা রামের অশ্বমেদের ঘোড়া থামিয়েছিলেন ৷