হোম » ছবি » দেশ » ন্যায়বিচার হবেই, সোনভদ্র কাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের আশ্বাস প্রিয়াঙ্কার
ন্যায়বিচার হবেই, সোনভদ্র কাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের আশ্বাস প্রিয়াঙ্কা গান্ধির
Bangla Editor
1/ 6
গ্রাম প্রধান ও তার ২০০ শাগরেদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন সোনভদ্রের ১০ জন স্থানীয় বাসিন্দা । নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার সময় আটকানো হয় প্রিয়াঙ্কা গান্ধিকেও । উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয় অভিযুক্তদের পক্ষে মামলা দায়ের করেছে পুলিশ ।
2/ 6
আজ উত্তরপ্রদেশের উম্বরা গ্রামে স্থানীয়দের সঙ্গে করতে যান প্রিয়াঙ্কা গান্ধি । বারাণসী থেকে প্রায় ১০০ কি.মি. পরে সোনভদ্র । সেখানে পৌঁছে ট্যুইট করেন প্রিয়াঙ্কা । স্থানীয়দের সবরকম লড়াই, আশা-আকাঙ্খায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রিয়াঙ্কা ।
3/ 6
উত্তরপ্রদেশ কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে সোনভদ্র কাণ্ডে নিহতদের পরিবারের পাশে রয়েছে কংগ্রেস।
4/ 6
সোনভদ্র কাণ্ডে যাতে সঠিক বিচার হয় সেই বিষয়টিও দেখবে কংগ্রেস । আজ নিহতদের পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছেন প্রিয়াঙ্কা ।
5/ 6
যদিও আজকের এই ঘটনাকে রাজনৈতিক চাল হিসেবে আখ্যা দিয়েছে বিরোধীপক্ষ ।
6/ 6
এমনকী সোনভদ্রের হিংসার ঘটনার জন্য কংগ্রেসই দায়ী, এমনই দাবি করেছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা ।