

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর করোনা ভ্যাকসিনের (Covid vaccine) দ্বিতীয় ডো়জ পেয়ে গেলেন৷ তিনি নিজের প্রথম ডোজের ৩৭ দিন পর দ্বিতীয় ডোজ পেলেন৷ নরেন্দ্র মোদি সমস্ত দেশবাসীর কাছে আবেদন করেছেন যাঁর এখন ভ্যাকসিন পাবেন তাঁরা যেন সকলেই ভ্যাকসিন নিয়ে নেন৷ Photo Courtesy- Narendra Modi/Twitter


সারা দেশে যখন ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় তখন ১ মার্চ নরেন্দ্র মোদিই প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভ্যাকসিন নিয়েছিলেন৷ নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি নিজেই ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই মারণ ভাইরাসকে হারানোর একটা পথ হল নিজেদের টীকাকরণ করে নেওয়া৷


নিজের ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "Got my second dose of the COVID-19 vaccine at AIIMS today. Vaccination is among the few ways we have, to defeat the virus. If you are eligible for the vaccine, get your shot soon," -অর্থাৎ ‘‘আজ এআইএমএসে নিজের কোভিড ১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেলাম৷ এই ভাইরাসকে হারানোর অনেকগুলি উপায়ের মধ্যে ভ্যাকসিন অন্যতম৷ আপনি যদি ভ্যাকসিন পাওয়ার যোগ্যতামানে পড়েন তাহলে দ্রুত ভ্যাকসিন নিয়ে নিন৷ ’’ নিজের ট্যুইটের সঙ্গে CoWin website -এ রেজিস্ট্রার করার লিঙ্কও দিয়েছেন তিনি৷


প্রধানমন্ত্রী দেশে তৈরি কোভ্যাকসিন নিয়েছেন যা ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) তৈরি করেছে৷ অনেকেই যেটা নিয়ে চিন্তা করছেন কারণ এটা ক্লিনিক্যাল ট্রায়াল স্ট্যাটাসে ছিল৷ এদিন ভ্যাকসিন নেওয়ার সময় নরেন্দ্র মোদি মুখ মাস্কে ঢেকেছিলেন৷