

কেরলে ভয়াবহ ধসের জেরে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৷ নিখোঁজের সংখ্যা পঞ্চাশের বেশি৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷


কেরলের ইড়ুক্কি জেলার রাজাক্কড়ের একটি চা বাগানের শ্রমিক মহল্লায় এই দুর্ঘটনা ঘটেছে৷ ভারী বৃষ্টির মধ্যেই এ দিন ভোরের দিকে আচমকা ধস নামে ওই বস্তিতে৷ কাদামাটির সঙ্গে পাথরের স্তূপে চাপা পড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে শ্রমিক মহল্লার একটি বড় অংশ৷


পাহাড়ি এলাকায় ভোররাতের দিকে এই দুর্ঘটনা ঘটায় গভীর ঘুমের মধ্যেই অনেকে ধসে চাপা পড়ে যান৷ ফলে তাঁরা বেরিয়ে আসারও সুযোগ পাননি৷


শোকবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, 'কেরলের ইড়ুক্কির রাজাক্কড়ের ধসের কারণে জীবনহানির খবরে আমি ব্যথিত৷ শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি৷ এনডিআরএফ এবং প্রশাসনের তরফ থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে৷ সব ধরনের সাহায্য করা হচ্ছে৷