• কুসংস্কারের বশবর্তী মানুষ নিজেও বোঝে না কী ভয়ঙ্কর কাজ করতে চলেছে সে । কখনও বাবা-মা খুন করছে সন্তানকে, কখনও সন্তান বলি দিচ্ছে বাবা-মা’র । তাদের বিশ্বাস, এই উপায়ে ঈশ্বরকে তুষ্ট করা সম্ভব হবে । আর সেই ভ্রান্ত ধারনার বশবর্তী হয়ে এ বার নিজের ৬ বছরের ছেলেকে খুন করল মা । প্রতীকী চিত্র ।