

• কুসংস্কারের বশবর্তী মানুষ নিজেও বোঝে না কী ভয়ঙ্কর কাজ করতে চলেছে সে । কখনও বাবা-মা খুন করছে সন্তানকে, কখনও সন্তান বলি দিচ্ছে বাবা-মা’র । তাদের বিশ্বাস, এই উপায়ে ঈশ্বরকে তুষ্ট করা সম্ভব হবে । আর সেই ভ্রান্ত ধারনার বশবর্তী হয়ে এ বার নিজের ৬ বছরের ছেলেকে খুন করল মা । প্রতীকী চিত্র ।


• মা নিজে সন্তানসম্ভবা । নতুন আরও একটি প্রাণ পৃথিবীতে আনতে চলেছে সে । কিন্তু এরইমধ্যে ভয়ঙ্করতম কাজটি ঘটিয়ে ফেলল । আল্লাহ’কে সন্তুষ্ট করতে এবং তাঁর সামনে স্বার্থত্যাগের প্রমাণ দিতে নিজের ছেলের ঠোঁট কেটে তাকে মেরে ফেলল মা । প্রতীকী চিত্র ।


• গত শনিবার ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কাদ এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সহিদা নামের বছর ত্রিশের ওই মহিলা মাদ্রাসার শিক্ষিকা । তিনি নিজেই ১১২ ইমার্জেন্সি নম্বরে ফোন করে ছেলেকে খুনের কথা স্বীকার করেছেন । প্রতীকী চিত্র ।


• সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । ওই মহিলা বাড়ির দরজায় অপেক্ষা করছিল । পুলিশকে বাড়ির ভিতরে নিয়ে যায় অভিযুক্ত নিজেই । সেখানে গিয়ে বাথরুম থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ৬ বছরের শিশুটির ঠোঁট কাটা ছিল এবং পা দু’টি বাঁধা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । প্রতীকী চিত্র ।