1/ 5


♦ সরকারি অনুষ্ঠানে যে এমন ঘটবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ ৷ তবে সেই ঘটনাটি ঘটার পর শুরু হয়েছে চরম চাঞ্চল্য ৷ শুরু হয়ে গিয়েছে হইচই ৷
2/ 5


♦ কিন্তু ঠিক কী ঘটেছিল? রাজস্থানের সচিবালয়ে খাদ্য সরবরাহ বিভাগের মন্ত্রকের ভিডিও কনফারেন্স চলছিল ৷ আর সেখানেই হঠাৎ করে পর্ন ভিডিও চলতে শুরু করে ৷
3/ 5


♦ প্রায় ২ মিনিট অবধি পর্ন ভিডিও চলতে থাকে বলে খবর ৷ আর এই ঘটনাটি হতেই ভিডিও কনাফারেন্সে থাকা প্রত্যেকেই অপ্রস্তুত হয়ে পড়েন ৷
4/ 5


♦ জানা গিয়েছে, সে সময় খাদ্য সরবরাহ বিভাগের সচিব মুগ্ধা সিনহাও হাজির ছিলেন ৷ তিনি তাঁর দফতরের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন ৷ আর ঠিক সময়েই এই ঘটনাটি ঘটে ৷