

তেইশ তলার সরু কার্নিশ৷ সেখানেই দু হাতে ভর দিয়ে উল্টো হয়ে বিপজ্জনক স্টান্ট দেখাচ্ছেন এক যুবক৷ আর তার ভিডিও করছেন তাঁর দুই সঙ্গী৷ এক চুল এ দিক ওদিক হলেই ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা৷


মুম্বইয়ের একটি বহুতলে শ্যুট করা এমনই একটি বিপজ্জনক ভিডিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেই ভিডিও-র সূত্র ধরেই এবার তদন্তে নামল মুম্বই পুলিশ৷ যে যুবক জীবনের ঝুঁকি নিয়ে এই স্টান্ট দেখিয়েছেন, তাঁকে এবং তাঁর দুই সঙ্গীর খোঁজ শুরু করেছে তদন্তকারীরা৷


ভিডিও-টিতে দেখা গিয়েছে, এনার্জি ড্রিঙ্ক পান করতে করতে একটি বহুতলের জানলায় বসে রয়েছেন ওই যুবক৷ পর মুহূর্তেই জানলা দিয়ে নীচের সরু কার্নিশে নেমে পড়েন তিনি৷ তার পর শুরু হয় স্টান্টবাজি৷ যেখানে ওই যুবক এই স্টান্ট দেখিয়েছেন, সেই কার্নিশটি বড়জোর দু' ফুট চওড়া হবে৷


ভিডিও-তেই স্পষ্ট, যুবকের সঙ্গে তাঁর এক সঙ্গীও কার্নিশে নেমেছিল৷ মোবাইল ফোনে যুবকের কীর্তির ভিডিও করছিল সে৷ আরও একজন সঙ্গী উপরের জানলা থেকেই ভিডিও রেকর্ড করেন৷


এই ভিডিও দেখে শিউরে উঠেছেন অনেকেই৷ অজ্ঞাতপরিচয় ওই যুবক স্টান্ট দেখিয়ে ভালয় ভালয় জানলা দিয়ে উপরে উঠে গেলেও যে কোনও মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতেই পারত৷ ন্যূনতম সতর্কতা না নিয়ে করা এই স্টান্টের অনুকরণ করতে গিয়েও অন্য কেউ বিপদের মুখে পড়তে পারে৷ সেই কারণেই অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ৷ কান্ডিভালি থানার পুলিশ বহুতলটিকে চিহ্নিতও করতে পেরেছে৷ অভিযুক্ত তিন যুবকই আপাতত পলাতক৷