

আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় বৃহস্পতিবার মত্স্য সম্পদ যোজনা অ্যাপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের মত্স্যজীবীদের আত্মনির্ভর করে তুলতে ও মত্স্যশিল্পেরও উন্নতিতে কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্কিম এই মত্স্য সম্পদ যোজনা৷ একই সঙ্গে এ দিন চাষিদের জন্য e-Gopala অ্যাপও লঞ্চ করেন মোদি৷ মোদির কথায়, গ্রামগুলিই স্তম্ভ হবে আত্মনির্ভর ভারতের৷


মোদি বলেন, 'মত্স্যচাষের সঙ্গে যুক্তরা এই যোজনা থেকে খুবই লাভবান হবেন৷ আমাদের লক্ষ্য, আগামী ৩-৪ বছরে মত্স্য ক্ষেত্রে উত্পাদন দ্বিগুণ করা ও এই ক্ষেত্রকে আরও চাঙ্গা করা৷ গ্রামগুলি আত্মনির্ভর ভারতের স্তম্ভ হবে৷' কেন্দ্রের যোজনায় ৫৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে৷ অতিরিক্ত ৭০ লক্ষ টন মাছ উত্পাদন হতে পারে আগামী ৫ বছরে৷ ফলে মাছ রফতানির পরিমাণ বেডডে ১ লক্ষ কোটি টাকা হয়ে যাবে৷


মত্স্য সম্পদ যোজনায় ২০ হাজার ৫০ কোটি টাকা ফান্ড বরাদ্দ করা হয়েছে৷ যা মাছচাষের ক্ষেত্রে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি৷ একই সঙ্গে পশুপালন ও কৃষিকাজে যুক্তদের জন্য ই-গোপালা অ্যাপের উদ্বোধন করেন। যেখানে এ সংক্রান্ত প্রায় সমস্তরকম তথ্যই থাকবে।


চাষিদের জন্য পৃথক কোনও সরকারি অ্যাপ এথদিন ছিল না। এই প্রথম e-Gopala অ্যাপের মাধ্যমে চাষিরা ফসল বেচতে পারবেন সরাসরি৷ বীজ কিনতে পারবেন। এছাড়া কীটনাশক কেনা বা গবাদি পশুর জন্য প্রয়োজনীয় ওষুধ কেনারও সুযোগ থাকবে। অ্যাপ-এর মাধ্যমে কৃষকরা কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানও পাবেন।