প্রধানমন্ত্রী হওয়ার আট বছর পূর্ণ হয়েছে নরেন্দ্র মোদির। বরাবরই ইতিহাসকে গুরুত্ব দিয়েছেন মোদি। গিয়েছেন ইতিহাসকে ছুঁয়ে থাকা দেশের নানা প্রান্তে। (Modi@8) ২০২২ সালের ৬ মার্চ পুনেতে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি উন্মোচন করেছিলেন মোদি। ২০২১-এর জানুয়ারিতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী মোদি। ২০২০ সালের জানুয়ারিতে বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করতে বেলুড় মঠে নরেন্দ্র মোদি। ২০২০ সালে আহমেদাবাদে সবরমতী আশ্রমে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী। ২০১৯ সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে নেতাজির মূর্তির সামনে মোদি। ২০১৮ সালে সর্দার পটেলের স্ট্যাচু অফ ইউনিটির সামনে মোদি। ২০১৭ সালের জুনে রাশিয়াতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেন্ট পিটার্সবার্গের স্টেট হারমিটেজ মিউজিয়ামে। ২০১৫ সালে মে মাসে চিনে মোদি, জিয়ানে টেরাকোটা আর্মির সামনে।