কিন্তু, নয়া সংসদ ভবন উদ্বোধনের আগেই ফের শুরু হয়ে গিয়েছে বিতর্ক৷ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে আমন্ত্রণ না জানানে নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷ দেশের রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও কী ভাবে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধিও৷
তাছাড়া, বিতর্ক তৈরি হয়েছে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন নিয়েও। ঘটনাচক্রে ২৮ মে তারিখটি হিন্দুত্ববাদী নেতা বিনায়ক সাভারকারের জন্মদিন। কেন ওই দিনটকে সংসদ ভবনের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হল, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এমনকী, ২৮ মে-র উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা নিয়েও আলোচনা করছে কংগ্রেস সহ অন্য বিরোধী দল৷
২০২১ সালের ১৫ জানুয়ারি ত্রিভূজাকৃতি এই ভবনটির নির্মাণকাজ শুরু হয়৷ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের অগাস্ট মাসের মধ্যেই৷ পরে জানা যায়, G-20 সম্মেলনের কাছাকাছি সময়েই তা উদ্বোধন করা হবে৷ প্রসঙ্গত, ভবনটি নির্মাণের আগে শিল্যান্যাস অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়নি তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে৷