Home » Photo » national » Pm Modi Meets Thomas Cup Winner team: 'আগে ভারত এসব টুর্নামেন্ট খেলত, এখন জেতে', মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বললেন প্রধানমন্ত্রী
Pm Modi Meets Thomas Cup Winner team: 'আগে ভারত এসব টুর্নামেন্ট খেলত, এখন জেতে', মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বললেন প্রধানমন্ত্রী
Pm Modi Meets Thomas Cup Winner team: 'আগে ভারত এসব টুর্নামেন্ট কবে খেলতে যেত, কেউ জানত না', কাকে বললেন প্রধানমন্ত্রী!
১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপ জিতেছে ভারতীয় ব্যাডমিন্টন দল। রবিবার ভারতের সেই চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2/ 7
এদিন প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন দলের সদস্যদের বলেন, একটা সময় এই সব টুর্নামেন্টে ভারত কবে খেলত কেউ জানতে পারত না। এখন এই সব টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়। এটাই নতুন ভারত। গোটা দেশের তরফে এই দলকে অভিনন্দন।
3/ 7
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আশ্বাস দেন, তিনি ভারতে ব্যাডমিন্টন খেলার বিস্তারে সবরকম সহযোগিতা করবেন। এদিন কিদাম্বি শ্রীকান্তের হাত থেকে ব্যাডমিন্টন সম্পর্কে অনেক কথা জেনে নেন তিনি।
4/ 7
ভারতীয় দলের কোচ পুল্লেলা গোপীচাঁদ এদিন বলেন, দেশের প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করে উত্সাহ দিচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার।
5/ 7
শাটলার লক্ষ্য সেন এদিন প্রধানমন্ত্রীকে বিশেষ মিষ্টি উপহার দেন। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে কোচ থেকে শুরু করে খেলোয়াড়, প্রত্যেকে উত্সাহিত।
6/ 7
মহিলা শাটলার উন্নতি হুডার সঙ্গেও বেশ কিছুক্ষণ ব্যাডমিন্টনের ব্যাপারে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানা থেকে একের পর এক আন্তর্জাতিক ক্রীড়াবিদের উঠে আসার রহস্য কী? উন্নতির কাছে জানতে চান প্রধানমন্ত্রী।
7/ 7
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও। প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে দেখা করে কথা বলেন প্রধানমন্ত্রী।