নরেন্দ্র মোদি ভীষণ পোশাক সচেতন। প্রতিবারই তাঁর মাথায় দেখা গিয়েছে পাগড়ি। এই পাগড়িই যে তাঁর রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝিয়ে দিচ্ছে সে কথা মেনে নিচ্ছেন সকলেই। এদিনও তাঁকে দেখা গিয়েছে গেরুয়া সাফা বা পাগড়িতে। প্রত্যেকবার বিভিন্ন ধরনের পাগড়ির রঙের অর্থ কী? কী বলছেন মনস্তত্ত্ববিদরা?