

• আগামীকালই আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণী ৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে ফণীর এপিসেন্টার পুরীর থেকে ৩৬০ কিমি দূরে ৷


• আগামিকাল সকাল ১০ টাকা থেকে দুপুর ১২ টায় ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কথা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীর ৷ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের দাপটে অন্ধ্রের শ্রীকাকুলামে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ প্রতীকী চিত্র ৷ প্রতীকী চিত্র ৷


• ফণীর দাপটে তছনছ হতে পারে কেরল, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ৷ ফণীর আঘাত সামাল দিতে জরুরি পর্যায়ে বৈঠক হল প্রধানমন্ত্রীর দফতরে ৷ প্রতীকী চিত্র ৷


• উচ্চ পর্যায়ের এই বৈঠকে প্রধামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, অ্যাডিশনাল প্রিন্সিপাল সেক্রেটারি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরা ৷ প্রতীকী চিত্র ৷


• পানীয় জল ও খাবারের ব্যবস্থা করা, বিদ্যুৎ ও টেলিফোন ব্যবস্থা নিরবিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে ৷ প্রতীকী চিত্র ৷


• জরুরিকালীন অবস্থায় রাজ্য সরকারের সঙ্গে সমস্ত বিষয়ে যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে সেনা, নৌসেনাকে ৷ ছবি: ট্যুইটার ৷