

বিজয় মালিয়াকে ভারতের হাতে প্রত্যর্পণের জটিলতা কমতে চলেছে৷ মুম্বই-এর অর্থর রোড জেল বন্দিদের জন্যও বাসযোগ্য নয়, এমনই জানিয়েছিল লন্ডনের আদালত৷ তারই প্রেক্ষিতে প্রায় ৮-১০ মিনিটের জেলের একটি ভিডিও দেখানো হল, যেখানে রাখা হবে বিজয় মালিয়াকে৷ (Image: CNN News18)


সামনে পায়চারি করার জায়গাও রেয়েছে এবং ঘরটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রয়েছে ৷ (Image: CNN News18)


যেখানে বিজয় মালিয়াকে রাখার সিদ্ধান্ত হয়েছে সেখানে রয়েছে পরিস্কার টয়লেট, টিভি সেট, লাইব্রেরি (Image: CNN News18)


যেখানে বিজয় মালিয়াকে রাখার সিদ্ধান্ত হয়েছে সেখানে রয়েছে পরিস্কার টয়লেট, টিভি সেট, লাইব্রেরি (Image: CNN News18)


ভারতে ফেরত পাঠানো হলে বিজয় মালিয়াকে সঠিক বন্দিদশায় রাখা হবে না বা ভারতীয় জেলের দশার নিয়ে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তাকে ভুল প্রমাণিত করে এই ছবিগুল (Image: CNN News18)


গত বছর এপ্রিল মাসে আর্থিক দুর্নীতির অভিযোগে লন্ডন থেকে শিল্পপতি বিজয় মালিয়াকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড (Image: CNN News18)


তাকে আদালতে পেশও করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ১৭ টি ব্যাঙ্কে ৯ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে।(Image: CNN News18)