•উধম সিং নগর। লোকেরা বিনাপয়সায় পণ্য পেলে সময় বা শর্ত মানেন না! উধম সিং নগরের বাজপুর এলাকা এমনই এক ঘটনার সাক্ষী থাকল৷ সেখানে ৫০ হাজার ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে পড়েছিল রাস্তায়। বেশি গতিতে আসা একটি ক্যান্টারের সঙ্গে সংঘর্ষে গাড়ি চালক ভারসাম্য রাখতে পারেননি৷ ফলে গাড়ি বোঝাই কয়েক হাজার ডিম রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।
•সঙ্গে সঙ্গে রাস্তার মাঝে এই সংঘর্ষের পর রাস্তায় ডিম ছড়িয়ে পড়ে৷ মুহূর্তে সেই ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে স্থানীয়রা পৌঁছে ডিম লুট শুরু করেন। দুর্ঘটনা ও ডিম লুঠের ফলে রাস্তায় মারাত্মক জ্যাম হয়ে যায়। যিনি যত বাক্স ডিম পেয়েছিল, তাই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এত বেশি সংখ্যক মানুষ সেখানে ভিড় করেছিল যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে প্রচণ্ড বেগ পেতে হয়।
•পিকআপটির চালক খালিদ আলি ক্যান্টনার চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ করেছেন৷ তিনি আরও জানান যে একটি নামী সংস্থাতে ডিম সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনার কারণে ক্ষতি হয়েছে ৪ থেকে ৫ লাখ টাকার ডিমের। তবে ডিম লুটেরাদের ভিড় সাফ করার জন্য খুবই পরিশ্রম করতে হয় পুলিশ বাহিনিকে৷ রাস্তাটি পরিষ্কার করার পর সেখানে যান চলাচল পুনরুদ্ধার করা হয়। Photo Colledted