

▪️অবিরাম বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায়ও সেলফি তোলার ধুম কমে না সাধারণ মানুষের এবং গাফিলতিতে যায় প্রাণ৷ এমন ঘটনা আকছাড় ঘটছে৷ এবার ধর জেলার ধল পঞ্চায়েতের জোগিবিদা জলপ্রপাতের কাছেও একইরকম ঘটনা ঘটল।


▪️রবিবার ইন্দোর থেকে অনেকে এখানে পৌঁছন। হঠাৎ এই জলপ্রপাতে বাড়তে থাকে জল৷ জলের তোড়ে ভেসে যেতে থাকে ৩টি গাড়ি! যার মধ্যে দুটিকে উদ্ধার করা সম্ভব হলেও, একটি ভেসে যায়। যদিও ওই গাড়িতে কেউ ছিলেন না৷


▪️মধ্যপ্রদেশের ধর জেলার জোগিবিদা জলপ্রপাতটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। শনি ও রবিবার এখানে এত ভিড় হয় যে মনে হয় মেলা বসেছে। ইন্দোর, পিঠামপুর আরও অন্যান্য জায়গা থেকে প্রচুর পর্যটক এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে।


▪️রবিবার অর্থাৎ গতকালও সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। করোনা কালে কিছুটা রিল্যাক্স করতে সকলেই নিজের নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন৷ হঠাৎ সেখানে জল বাড়তে থাকে এবং কালভার্টের উপরে থাকা ৩ টি গাড়ি সেই জলে ভেসে যায়। অনেকের চেষ্টায় যদিও ২টি গাড়ি বাঁচানো সম্ভব হয়েছে।