হোম » ছবি » দেশ » ২ কোটি অর্থমূল্যের ২০০০ টাকার নকল নোট উদ্ধার ! রইল আসল নোট চেনার উপায়গুলি
২ কোটি অর্থমূল্যের ২০০০ টাকার নকল নোট উদ্ধার ! রইল আসল নোট চেনার উপায়গুলি
Bangla Editor
1/ 13
২০০০ টাকা নোট নকল নোট উদ্ধার করেছে পুলিশ ৷ উদ্ধার করা নোট দেখে কোনও ভাবেই বুঝতে পারা যাবেনা আসল, নকল নোটের পার্থক্য ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
উত্তরপ্রদেশ পুলিশ উ্ধার করেছে ২০০০ টাকার জাল নোট সব মিলিয়ে টাকার মোট অঙ্ক ১.৮৬ কোটি টাকা ৷ চলছে পুলিশি অভিযান, এই বিপুল পরিমাণে নকল নোটের উৎসস্থল খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
একবার জেনে নেওয়া যাক আসল নোটের সকল বৈশিষ্ট্যগুলি ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
আলের সামনে ২০০০ টাকা নোট ধরলে স্পশ্ট ২০০০ লেখা দেখা যাবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
২০০০ টাকা নোটকে ৪৫ ডিগ্রী অ্যাঙ্গেলে রাখলেও অঙ্কে ২০০০ লেখা দেখা যায় ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
দেবনাগরী বা সংস্কৃতেও ২০০০ টাকা লেখা থাকে আসল টাকায় ৷ একদম মাঝখানে মহত্মা গান্ধির ছবিও আছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
সিকিউরিটি থ্রিডে ভারত, আরবিআই ও ২০০০ টাকা লেখা আছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
আছে মহত্মা গান্ধির ছবি ২০০০ টাকার ইলেকট্রোটাইপ ওয়াটার মার্ক আছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
উপরে একদম বাঁদিকে আপ নীচের একদম ডানদিকে নোটের নম্বর বাঁ দিক থেকে বড় হয় ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
অঙ্কে লেখা ২০০০ টাকা বিভিন্ন ভাবে দেখলে বোঝা যায় নানা রঙের সমন্বয় আছে ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
২০০০ টাকা ঠিক ডানদিকে অশোকস্তম্ভও আছে ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
দৃষ্টিহীনেরা যেমন ভাবে চিনবেন আসল ২০০০ টাকার নোট ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
মহত্মা গান্ধির ছবি, অশোকস্তম্ভের প্রতীক, ব্লীড লাইন ও শনাক্তকরণ চিহ্ন স্পর্শ করলেই বুঝতে পারা যাবে ৷ প্রতীকী ছবি ৷
২ কোটি অর্থমূল্যের ২০০০ টাকার নকল নোট উদ্ধার ! রইল আসল নোট চেনার উপায়গুলি
উত্তরপ্রদেশ পুলিশ উ্ধার করেছে ২০০০ টাকার জাল নোট সব মিলিয়ে টাকার মোট অঙ্ক ১.৮৬ কোটি টাকা ৷ চলছে পুলিশি অভিযান, এই বিপুল পরিমাণে নকল নোটের উৎসস্থল খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ ৷ প্রতীকী ছবি ৷