

সাধারণ মানুষের পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম ৷ প্রতিটি মুহূর্তেই চলার পথে আধার কার্ডের গুরুত্ব কতখানি তা আজকের দিনে বোঝা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷


আধার কার্ডে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্কিত আধার নম্বর ৷ প্রত্যেকের কাছে ১২ সংখ্যার আধার নম্বর আছে না নেই ? UIDAI-এর পক্ষ থেকে একটি ট্যুইটের মাধ্যমে জানতে পারা গিয়েছে সব ১২ সংখ্যার নম্বরই আধার নয় ৷ প্রতীকী ছবি ৷


uidai.gov.in-এর সাইটে গিয়ে ১২ সংখ্যার নম্বরটি ভেরিফাই করে জানতে পারা যাবে আসলে সেটি আধার না অন্য কিছু ৷ প্রতীকী ছবি ৷


‘My Aadhaar’ বিভাগে গিয়ে আধার সার্ভিস বিভাগে গিয়ে ভেরিফাই আধার নম্বরে ক্লিক করতে হবে ৷ এরপরে নতুন পেজ খুললে সেখানে আধার নম্বর দিয়ে ভেরিফাই অপশনে গিয়ে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷


ভেরিফাইয়ে ক্লিক করার করার পরে জানতে পারা যাবে আধার নম্বরটি সক্রিয় আছে কি না ৷ এরপর ভেরিফাইয়ের ফলাফল সামনে আসবে ৷ প্রতীকী ছবি ৷


আধারের QR কোড দিয়ে ভেরিফাই করতে গেলে ডাউলোড করতে হবে mAadhaar অ্যাপ ৷ অ্যাপে ভেরিফাই অপশনে গিয়ে QR কোড দিয়ে আধার স্ক্যান করতে হবে ৷ সম্প্রতি UIDAI-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে পুরনো অ্যাপ আনইনস্টল করে নতুন অ্যাপ ইনস্টল করতে হবে ৷ প্রতীকী ছবি ৷