আর লকডাউন নয় বেঙ্গালুরুতে, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী
ইয়েদুরাপ্পা বলেন, 'আমি আপনাদের পরিষ্কার জানাচ্ছি, কাল থেকে আর লকডাউন নয় বেঙ্গালুরুতে৷ কর্নাটকেও আর লকডাউন হবে না৷ শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনগুলিতেই লকডাউন থাকবে৷ আপনাদের সহযোগিতা কাম্য৷'


লকডাউন সম্পূর্ণ উঠে যাচ্ছে বেঙ্গালুরুতে৷ আগামিকাল অর্থাত্ বুধবার থেকে বেঙ্গালুরুতে কন্টেইনমেন্ট জোনের বাইরে আর লকডাউন লাগু থাকছে না৷ মঙ্গলবার ঘোষণা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷


তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে তাঁর সরকার দিন-রাত পরিশ্রম করছে৷ বুধবার থেকে আর সম্পূর্ণ লকডাউন হবে না বেঙ্গালুরুতে৷ তবে মানুষকে সহযোগিতা করতে হবে৷


গত ১৪ জুলাই রাত ৮টা থেকে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত বেঙ্গালুরুতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিল কর্নাটক সরকার৷ বেঙ্গালুরুতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের বেশি৷


ইয়েদুরাপ্পা বলেন, 'আমি আপনাদের পরিষ্কার জানাচ্ছি, কাল থেকে আর লকডাউন নয় বেঙ্গালুরুতে৷ কর্নাটকেও আর লকডাউন হবে না৷ শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনগুলিতেই লকডাউন থাকবে৷ আপনাদের সহযোগিতা কাম্য৷'


কর্নাটকে গুজব রটেছিল, সরকার সম্ভবত আরও ১৫ দিন লকডাউন বাড়াতে চলেছে৷ সেই গুজব নিরসন করতেই এ দিন মুখ্যমন্ত্রী বিএস ইয়দুরাপ্পা নিজে ঘোষণা করেন লকডাউন তোলার খবর৷