এপ্রিলে আরও দাপট বাড়ছে গ্রীষ্মের। তেমনই সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। দেশের একাধিক অংশে তাপপ্রবাহের কথা বলেছিল হাওয়া অফিস। এবারে তার সতর্কতা বাড়ল।
2/ 5
কেন্দ্রীয় হাওয়া অফিস অর্থাৎ আইএমডি-এর পক্ষ থেকে বলা হয়েছে, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থানে খুব দ্রুত তাপপ্রবাহ আসতে চলেছে। এর ফলে এই অংশগুলিতে তাপমাত্রা অনেকটাই বাড়বে।
3/ 5
হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন অংশে শুষ্ক আবহাওয়া চলতে থাকবে। আগামী ১০ দিন বৃষ্টির সম্ভাবনা নেই এই অংশগুলিতে।
4/ 5
হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে রাজস্থান, গুজরাত, মধ্য ভারত, পশ্চিম হিমালয়ের একাধিক অংশে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে।
5/ 5
সদ্য শেষ হওয়া মার্চের দৈনিক দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়ে আছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ .০১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ১৯০১ সালের পর এমন তাপমাত্রার বৃদ্ধি দেখা যায়নি। এই বছর মার্চ মাসের ২০ তারিখে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড।