

নতুন অর্থবর্ষে বাড়িতে মদ রাখা নিয়ে নতুন নিয়ম৷ বাড়িতে কতটা মদ রাখা যাবে তার চেয়ে বেশি মদ রাখলে বিপদ হবে৷ এটাই এতদিন নিয়ম ছিল উত্তরপ্রদেশে৷ কিন্তু ২০২০-২১ -র অর্থবর্ষে মদ্যপায়ীদের জন্য সুখবর আসতে চলেছে৷ বিয়ার ও ওয়াইন পান করেন যাঁরা তাদের স্বস্তি দেবে৷ Photo-Representative


এর আগে বাড়িতে মদ রাখতে হলে লাইসেন্স হাতে রাখতে হত৷ আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল মদ রাখার ক্ষেত্রে লাইসেন্স নিতে হবে৷ কিন্তু এখন সেই নিয়মে খানিকটা বদল আসছে, মদের পরিমাণ নয় এবার দেখা হবে অ্যালকোহল কতটা আছে৷ Photo-Representative


আবগারি বিভাগে এই নিয়ে জোরকদমে আলোচনা চলছে৷ এখন দেখা হবে লাইসেন্স ছাড়া ব্যাক্তির বাড়িতে থাকা মদে অ্যালকোহলের পার্সেন্টেজ কতটা৷ তাই যাঁরা ওয়াইন বা বিয়ার রাখবেন তারা আরও বেশি পরিমাণ মদ বাড়িতে মজুদ করতে পারবেন যেহেতু এই মদে অ্যালকোহলের পরিমাণ অনেকটাই কম৷ তার ফলে মদ্যপায়ীরা অনেক বেশি বিয়ার ও ওয়াইন বাড়িতে রাখতে পারবেন৷ Photo-Representative


জারি করা নিয়ম অনুযায়ি ঘরে হুইস্কি, ভোদকা, রাম, বিয়ার ও ওয়াইন মাত্রায় বুঝে রাখতে হবে৷ এখন সেটাই বদলে যেতে চলেছে৷ হুইস্কি, ব্র্যান্ডি. রাম, জিন ও ভোদকা ৬ লিটার অবধি বিনা লাইসেন্সে রাখতে পারবে৷ ওয়াইন ৩ লিটার, বিয়ার ৭.৮ লিটার অবধি রাখা যাবে৷ তবে এই নিয়মে হুইস্কি, ব্র্যান্ডি, রাম, জিন ও ভোদকা -র মাত্রা কমিয়ে দিতে হবে৷ এতে অ্যালকোহলের পার্সেন্টেজ কম হয়৷ Photo-Representative