এটিই সেই নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআরএস বিমান, যা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির জন্য আনা হচ্ছে৷ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে বিমানে চড়েন, সেই এয়ার ফোর্স ওয়ান বিমানের মতোই যাবতীয় সুরক্ষা ব্যবস্থা থাকবে ভারতের প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য কেনা নতুন এই বিমানে৷ যাকে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়া ওয়ান৷ Photo- Andy Egloff
নতুন এই বিমানের নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টারমেজার্স
(LAICM) এবং সেল্ফ প্রোটেকশন স্যুইট (SPS) থাকছে৷ এর পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থাও
থাকছে এই বিমানে৷ যাতে কোনওভাবেই আঁড়ি পাতা সম্ভব নয়৷ এয়ার ইন্ডিয়ার হাতে বিমানটি দেওয়া হলেও এটি পরিচালনার দায়িত্বে থাকবে ভারতীয় বায়ুসেনা৷ Photo- File