

মাঝে মধ্যেই নতুন নতুন সাজে চমকে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশেষত দেশের যে অঞ্চলের মানুষকে তিনি বার্তা দেন, চেষ্টা করেন সেখানকার স্থানীয় পোশাক পরে সামনে আসতে৷ শনিবারই যেমন কাশ্মীরের মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের নয়া প্রকল্পের সূচনায় কালো রং-এর ফেরান পরে সামনে এলেন প্রধানমন্ত্রী৷ যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন নমো ভক্তরাও! Photo-ANI


ফেরান কাশ্মীরের খুবই প্রচলিত একটি পোশাক৷ কাশ্মীর উপত্যকায় স্থানীয় বাসিন্দারা এই পোশাক পরতে পছন্দ করেন৷ যেহেতু কাশ্মীরের মানুষের সঙ্গে এ দিন ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী, তাই ফেরানকেই বেছে নিয়েছিলেন তিনি৷ Photo-ANI


এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের এক কৃষি শ্রমিকই গতবছর শীতে প্রধানমন্ত্রীকে এই ফেরানটি উপহার দিয়েছিলেন৷ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রেই এ কথা জানা গিয়েছে৷Photo-ANI


জানা গিয়েছে, কাশ্মীর সফরে গিয়েই এই ফেরান পরার পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদির৷ কিন্তু করোনা অতিমারির জন্য শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি৷Photo-ANI