

মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই এবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গড়লেন নরেন্দ্র মোদি৷ আর সেই কমিটিতে যাঁরা জায়গা পেয়েছেন, সেই তালিকা দেখলে রীতিমতো চমকে উঠতে হয়৷ ৮৫ জনের কমিটিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, অধীররঞ্জন চৌধুরী সহ একঝাঁক বাঙালি৷ কমিটিতে রয়েছেন শুভেন্দু অধিকারী, তৃণমূলের থেকে বিজেপি-তে যোগ দেওয়া সাংসদ সুনীল কুমার মণ্ডলও রয়েছেন কমিটিতে৷ চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কমিটির অন্যতম সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷


এর পাশাপাশি কমিটিতে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, স্পিকার ওম বিড়লা, এনসিপি নেতা শরদ পাওয়ারকে৷ এ ছাড়াও উল্লেখযোগ্য যাঁরা কমিটিতে রয়েছেন, তাঁদের মধ্যে আছেন সুরকার এ আর রহমান৷


কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কমিটির কথা ঘোষণা করা হয়েছে৷ আগামী ২৩ জানুয়ারি থেকে দিল্লি এবং কলকাতা সহ দেশে ও বিদেশে সারা বছর ধরে নেতাজি স্মরণে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেবে এই কমিটি৷ আজাদ হিন্দ ফৌজের সঙ্গে দেশে-বিদেশে যে যে জায়গাগুলি জড়িত, সেখানেও কর্মসূচি নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে৷ Photo-ANI


কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'বিশিষ্ট নাগরিক, ঐতিহাসিক, লেখক, বিশেষজ্ঞ, নেতাজি পরিবারের সদস্য এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে৷'


বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বার বারই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাঙালি মণীষীদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল৷ এবার কেন্দ্রের তরফে সব দল এবং বিশিষ্ট বাঙালিদের নিয়ে যে কমিটি গঠন করল, তাতে সেই অভিযোগও তোলার সুযোগ পাবে না তৃণমূল কংগ্রেস৷ বরং অরাজনৈতিক মোড়কে কমিটি গড়ে বাঙালি আবেগকে উস্কে দিলেন প্রধানমন্ত্রী৷