

•নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে বেশি পছন্দ দেশবাসীর। রাহুল গান্ধির তুলনায় ৫৯.২২ শতাংশ দেশবাসী প্রধানমন্ত্রী মোদির পক্ষেই ভোট দিয়েছেন। অন্যদিকে রাহুল গান্ধির পক্ষে ভোট পড়েছে মাত্র ২৫.৬২ শতাংশ। (IANS C-Voter State of the Nation 2021) আইএনএস-সি ভোটার স্টেট অব নেশান ২০২১ সমীক্ষার এই ফল সামনে এসেছে।


•মোদি নাকি রাহুল, পছন্দের প্রধানমন্ত্রী প্রার্থী কে? এই ছিল সমীক্ষার মূল প্রশ্ন। সেখানে দেখা গিয়েছে যে ঝোলা ভারি নরেন্দ্র মোদিরই। গান্ধি পরিবারের সদস্যকে পিছনে ফেলে ওড়িশা ও হিমাচলের ৮০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ওড়িশায় রাহুলের পক্ষে ভোট পড়েছে ৭.৩৬ শতাংশ এবং হিমাচল প্রদেশে মাত্র ১০.২০ শতাংশ।


•একই ভাবে উত্তরপূর্বের রাজ্যেগুলি থেকেও এই মত উঠে এসেছে। সেখানে মোদির পক্ষে ভোট পড়েছে ৭৫.৬৮ শতাংশ।


•যদিও কেরলের চিত্র কিছুটা আলাদা। সেখানে রাহুলকে পছন্দ করছেন ৫৪.২৮ শতাংশ ভোটার এবং তামিলনাড়ুতে তিনি ভোট পেয়েছেন ৪৮.২৬ শতাংশ।


•বাংলায়ও মোদিকে পছন্দ করছেন ৬২.১৯ শতাংশ যেখানে রাহুলের পক্ষে ভোট মাত্র ২৮.৩৮ শতাংশ। ১০ টি রাজ্য, কর্নাটক, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহারেও জনপ্রিয় মোদি। সমীক্ষায় ৬৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এমনকী জম্মু কাশ্মীরেও মোদির জনপ্রিয়তা রাহুলের থেকে কয়েকগুণ বেশি।


•দিল্লিতে ৬১.৭৫ এবং তেলেঙ্গানায় ৬০.৩২ শতাংশ রয়েছেন মোদির পক্ষে। উত্তরপ্রদেশে সেই সংখ্যাটা ৫৬.২১ শতাংশ। অন্যদিকে দিল্লিতে রাহুলের পক্ষে রয়েছেন ২২.৯৮ শতাংশ সাধারণ মানুষ এবং উত্তরপ্রদেশে সেই সংখ্যাটা ২৯.৫।