

কথাটা ছিল, ৫ হাজার মানুষকে সাক্ষী রেখে অনুষ্ঠান হবে। করোনা আবহে সেই সংখ্যা তিনশোয় নেমে এসেছে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী আমন্ত্রিত। দু-তরফের মামলাকারী, আইনজীবীদের আমন্ত্রণ। আমন্ত্রিত রামমন্দির আন্দোলনে প্রয়াতদের পরিবারও। দানে মিলছে সোনা, রূপো ও কোটি কোটি টাকা ৷ মন্দির নির্মাণে আসছে বিপুল অনুদান ৷ PHOTO- FILE


তালিকা অনেক লম্বা। মন্দির আন্দোলনে অবদান রয়েছে, এমন মানুষের সংখ্যাও কম নয়। এঁরা প্রত্যেকেই হয়ত কোনও না কোনও ভাবে মন্দিরের সঙ্গে জড়িয়ে। তবে করোনোর আবহে অধিকাংশেরই ভূমিপুজোয় থাকা হচ্ছে না। ৫ আগস্ট শুধু হুজ-হু’দের নিয়েই ভূমিপুজোর অনুষ্ঠান।


আমন্ত্রণপত্র পাঠানোর কাজ প্রায় শেষ। ভূমিপুজোর অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ। আমন্ত্রিত মুসলিম পার্সোনাল ল বোর্ডের তিন শীর্ষকর্তা, সুন্নি ও শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ৷


আমন্ত্রিত লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতী। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের কাছেও আমন্ত্রণ গিয়েছে। আমন্ত্রিত রামমন্দির ব্রিগেড ৷ আদবানিদের হাতেই রামমন্দির আন্দোলন শুরু ৷ সোমনাথ মন্দির থেকে অযোধ্যা রথযাত্রায় বের হন আদবানি ৷


মামলার সঙ্গে যুক্ত দু-পক্ষের আইনজীবীরা আমন্ত্রিত ৷ প্রথম দিন থেকে মামলায় যুক্ত আইনজীবী কে পরাশরণ ৷ ভূমিপুজোর দিন প্রবীণ আইনজীবীকে দেওয়া হবে সংবর্ধনা ৷


স্থানীয় জনপ্রতিনিধি ছাড়া কোনও রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তবে রামমন্দির আন্দোলনে প্রয়াতদের পরিবারকে আমন্ত্রণ ৷


মন্দির তৈরির জন্য অনুদান চেয়ে আবেদন করে রামমন্দির ট্রাস্ট। সেই আবেদনের পরই ভরে উঠছে ট্রাস্টের ভাঁড়ার ৷টাকা, সোনায় দান ভক্তদের ৷ যোগী আদিত্যনাথ ১১ লক্ষ টাক, কেশব মৌর্য, উপ-মুখ্যমন্ত্রী ৬ লক্ষ ৬০ হাজার, মোরারি বাপু ৫ কোটি, মহাবীর ট্রাস্ট ১০ কোটি ৷ কে শ্রীনিবাস, ব্যবসায়ী সোনার জানলা, রুপোর দরজা জুয়েলার্স ফেডারেশন ৩৩ কেজি রুপো ৷ পিএন রাও, ব্যবসায়ী ২১ লক্ষ টাকা ৷Representational Image