

দেশের মধ্যে সবচয়ে কম টাকায় রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা করানোর ব্যবস্থা করল গুরুদুয়ারা বাংলা সাহিব৷ তাঁদের প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা জানিয়েছে মাত্র ৫০ টাকায় করানো যাবে এমআরআই৷ গরীব মানুষরা অনেকক্ষেত্রেই চিকিৎসা করানো থেকে পিছিয়ে আসেন৷ কারণ কোনও রোগ হলে চিকিৎসকের কাছে গেলে এত ধরণের রোগ নির্ণয়ের পরীক্ষার পরামর্শ তাঁরা দেন যে কোনওভাবই তা করানোর আর্থিক সম্বল জোগাড় করে উঠতে পারেন না৷ Photo-Representative


গুরু হরকৃষাণ হাসপাতাল চত্বরে একটি ডায়ালিসিস সেন্টারও তৈরি হয়েছে৷ ডায়ালিসিস করতে যেখানে এক একবারে কয়েক হাজার টাকা লাগে সেখানে তাদের মাত্র ৬০০ টাকা দিয়েই দুঃস্থ মানুষরা ডায়ালিসিস করাতে পারবেন৷Photo-Representative


৬ কোটি টাকার Diagnostic machines ইতিমধ্যেই হাসপাতালে দান করা হয়েছে৷ যাতে ৪টি dialysis মেশিন, আলট্রা সাউন্ড মেশিন, এক্সরে মেশিন, এমআরআই মেশিনও রয়েছে৷ ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং সার্ভিসেস মাত্র ৫০ টাকায় পাওয়া যাবে৷ আর এমআরআই স্ক্যান করতে লাগবে ৮০০ টাকা৷ চিকিৎসকদের একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে যাঁরা সিদ্ধান্ত নেবেন যে কনসেশন কারা পাবেন, জানিয়েছেন সিরসা৷Photo-Representative


যেকোনও প্রাইভেট ল্যাবরেটরিতে এমআরআই করাতে সবচেয়ে কম হলেও ২৫০০ টাকা লাগে৷ নিম্ন আয়ের মানুষরা মাত্র ১৫০ টাকায় এক্সরে ও আলট্রাসাউন্ড করাতে পারবেন৷Photo-Representative