যে দিকে দু'চোখ যায়, শুধু দুধ সাদা বরফ। রাস্তা, খেত , মাঠ-ঘাট, সব সাদা বরফে ঢেকে গেছে। কিন্তু, এই দৃশ্য কাশ্মীর কিংবা হিমাচল প্রদেশের নয়। কোথায় শুনলে চমকে যাবেন।
2/ 6
চমকে যাওয়ার আগে দেখে নিনি, এই সব ছবি। বাড়ির চাল, মাটির রাস্তা, পাশের খেত সবই ঢেকেছে সাদা বরফে।
3/ 6
চাষিরাও ভাবছেন, এমনটাও হয় নাকি। গরমে মাথার চাটি ফেটে যায়, এত রোদ। সেখানেই কি না বরফ!
4/ 6
কথা হচ্ছে মধ্যপ্রদেশের। ভারতের এই রাজ্যে গরমের দাপট চিরকালই বেশি। এই মরসুমে শিলাবৃষ্টি একেবারেই যে হয় না, এমন নয়। কিন্তু, এবার যা হল, তাতে অবাক আবহাওয়াবিদ থেকে শুরু করে চাষিরাও। ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা
5/ 6
খারগোন জেলার ঝিরনিয়ার দুর্গম পাহাড়ি কাকোদা এবং তার আশেপাশের অঞ্চলে সম্প্রতি ভারী শিলাবৃষ্টি হয়। বৃষ্টি থামার পরে মনে হয়, এ কোন জায়গা। এটা কি মধ্যপ্রদেশ, নাকি কাশ্মীর? চারপাশ ঢেকেছে সফেদ বরফে। রাস্তা, শস্যাগার ও বাড়ির উঠোন সবই বরফে ঢাকা।
6/ 6
নরসিংহপুর জেলার গাদারওয়াড়া অংশে শিলাবৃষ্টিতে গ্রামের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ থেকে মাটিতে নেমে আসা এক একটা শিলার আকার ছিল রীতিমতো চোখে পড়ার মতো। এই শিলাবৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন চাষিরা। একইভাবে সাতনা জেলার বীরসিংহপুর এলাকায় প্রবল শিলাবৃষ্টি হয়েছে।
Photos: কাশ্মীর বা হিমাচল নয়! এবার মধ্যপ্রদেশও ঢাকল সফেদ বরফে, এমন অবাক করা কাণ্ড আগে দেখেছেন?
যে দিকে দু'চোখ যায়, শুধু দুধ সাদা বরফ। রাস্তা, খেত , মাঠ-ঘাট, সব সাদা বরফে ঢেকে গেছে। কিন্তু, এই দৃশ্য কাশ্মীর কিংবা হিমাচল প্রদেশের নয়। কোথায় শুনলে চমকে যাবেন।
Photos: কাশ্মীর বা হিমাচল নয়! এবার মধ্যপ্রদেশও ঢাকল সফেদ বরফে, এমন অবাক করা কাণ্ড আগে দেখেছেন?
কথা হচ্ছে মধ্যপ্রদেশের। ভারতের এই রাজ্যে গরমের দাপট চিরকালই বেশি। এই মরসুমে শিলাবৃষ্টি একেবারেই যে হয় না, এমন নয়। কিন্তু, এবার যা হল, তাতে অবাক আবহাওয়াবিদ থেকে শুরু করে চাষিরাও। ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা
Photos: কাশ্মীর বা হিমাচল নয়! এবার মধ্যপ্রদেশও ঢাকল সফেদ বরফে, এমন অবাক করা কাণ্ড আগে দেখেছেন?
খারগোন জেলার ঝিরনিয়ার দুর্গম পাহাড়ি কাকোদা এবং তার আশেপাশের অঞ্চলে সম্প্রতি ভারী শিলাবৃষ্টি হয়। বৃষ্টি থামার পরে মনে হয়, এ কোন জায়গা। এটা কি মধ্যপ্রদেশ, নাকি কাশ্মীর? চারপাশ ঢেকেছে সফেদ বরফে। রাস্তা, শস্যাগার ও বাড়ির উঠোন সবই বরফে ঢাকা।
Photos: কাশ্মীর বা হিমাচল নয়! এবার মধ্যপ্রদেশও ঢাকল সফেদ বরফে, এমন অবাক করা কাণ্ড আগে দেখেছেন?
নরসিংহপুর জেলার গাদারওয়াড়া অংশে শিলাবৃষ্টিতে গ্রামের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ থেকে মাটিতে নেমে আসা এক একটা শিলার আকার ছিল রীতিমতো চোখে পড়ার মতো। এই শিলাবৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন চাষিরা। একইভাবে সাতনা জেলার বীরসিংহপুর এলাকায় প্রবল শিলাবৃষ্টি হয়েছে।