সকাল থেকেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে সরগরম জাতীয় রাজনীতি । ছত্তীসগড় ও রাজস্থান জয়ে ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে কংগ্রেস । মধ্যপ্রদেশে সামান্য কয়েকটি আসনের ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেসই । উৎকন্ঠার সেই মুহূর্তই চোখে পড়ল মধ্যপ্রদেশের কংগ্রেস কার্যালয়ে । (ছবি: News18)
2/ 4
মন্দাসুরে কৃষক বিক্ষোভ, সুপ্রিম কোর্টের SC/Sরায় ও জিএসটি ঘিরে ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর ব্যবসায়ীদের ক্ষোভ-সবমিলিয়ে বেশ কিছু ফ্যাক্টর বিজেপির বিরুদ্ধেই কাজ করেছে । যদিও এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে । (ছবি: News18)
3/ 4
সকাল থেকেই মধ্যপ্রদেশে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অনেকবারই জায়গার রদবদল হয়েছে । শিবরাজের 'আবকি বার, দোশো পার' সত্যি হয় কিনা তা মিলিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত ফলঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। (ছবি: News18)
4/ 4
বুন্দেলখন্ড, মালওয়া ও বিন্ধ্যে ৪ আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি। তবে আসনের ব্যবধানে এখনও এগিয়ে রয়েছে কংগ্রেসই। তাই শেষমুহূর্তের ফলের আগে কার্যত জমে উঠেছে ২০১৯ এর সেমিফাইনাল । (ছবি: News18)