কলকাতার মানুষ গরমে হাঁসফাঁস করছেন ৷ ঘামে প্যাচে প্যাচে অবস্থা ৷ ইতিমধ্যেই কেরলে ঢুকে গেছে বর্ষা ৷ (Photo: AP) কেরলে ঢুকে গেছে বর্ষা, তাও আবার নির্ধারিত সময়ের তিনদিন আগে ৷ (Photo: AP) সারা দেশের মধ্যে কেরলেই যেহেতু সবার আগে বর্ষা ঢোকে তাই গোটা দেশ তার দিকেই চেয়ে থাকে ৷ (Photo: AP) জুনের ১ তারিখ মৌসুমী বায়ু ঢোকার নির্ধারিত তারিখ ৷ তার অনেকটা আগেই তা ঢুকে যাওয়ায় ইতিমধ্যেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে কেরল ৷ (Photo: Reuters) ৭-১০ দিনের মধ্যে রাজ্যে বর্ষা (Photo: Reuters)