দেশের দক্ষিণ উপকূলে বর্ষা আসতে চলেছে ৪ জুন । তবে Skymet এর মতে প্রয়োজনের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। সাধারণত ১ জুনের মধ্যে কেরলে বর্ষা আসে ।
2/ 6
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২২মের আশেপাশে বর্ষা আসতে পারে । দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৪ জুন কেরলে প্রবেশ করতে পারে ।
3/ 6
তবে সবকটি অঞ্চলেই সাধারণ বৃষ্টিপাতের চেয়ে কম পরিমাণে বৃষ্টি হতে পারে, জানিয়েছেন Skymet এর কর্ণধার যতীন সিং ।
4/ 6
দেশের মধ্য, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে । মূলত প্রশান্ত মহাসাগরে এল নিনোর কারণে বর্ষায় প্রভাব পড়তে পারে।
5/ 6
Skymet এর খবর অনুযায়ী, কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রায় ৫৫% ।
6/ 6
জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে অপেক্ষাকৃতভাবে বেশি বৃষ্টি হবে । তবে বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে এল নিনোর প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে বেশিমাত্রায় ।