সাধনা মানেই কঠিন। সাধনার কোনও সহজ বা চটজলদি পথ নেই। সেটাই আরও একবার প্রমাণ করলেন এক সাধু। চারপাশে জ্বলছে আগুন। তারই মাঝে বসে প্রচণ্ড গরমে ৪১ দিন ধরে তপস্যা করে চলেছেন সেই সাধু। হরিয়ানার সোনিপত জেলার কুন্ডলি এলাকার বাজিদপুর গ্রামে ৪১ দিন ধরে অগ্নি তপস্যা করছেন সত্পাল নাথ। সাধুর এই কঠিন তপস্যা দেখতে ভিড় জমছে এলাকায়। জানা গিয়েছে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই তপস্যা করছেন। চারপাশে সারাক্ষণ আগুন জ্বলছে। তীব্র গরমে মানুষ এমনিতেই অস্থির। তবে আগুনের মাঝে তীব্র দাবদাহে বসে তপস্যা করে চলেছেন সেই সাধু। আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ রোজ এই সাধুর তপস্যা দেখতে আসছেন। প্রত্যেকেই তাঁকে দেখে অবাক হচ্ছেন।