1/ 7


করোনা ভাইরাসের মারণ হাত থেকে দেশের সর্ব বর্গের মানুষকে রক্ষা দিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বড় ঘোষণা ৷ প্রতীকী ছবি ৷
2/ 7


চাকরিজীবীদের কাছে দুর্দান্ত খবর ৷ প্রভিডেন্ট ফান্ডের থেকে ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
4/ 7


আগামী তিনমাস যাঁদের ইপিএফের সুবিধা আছে ৷ সেই সমস্ত কর্মীকে পিএফের টাকা জমা দিতে হবেনা ৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্মীদের টাকা দিয়ে দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 7


সাধারণত কর্মীদেরকে বেসিক স্যালারি থেকে ১২ শতাংশ টাকা ইপিএফের জন্য কেটে নেওয়া হয় সেখান থেকে পেনশন ও পিএফ দুটি ক্ষেত্রে টাকা ভাগ করে দেওয়া হয় ৷ সম পরিমাণ টাকা মালিকপক্ষও দেন ৷ প্রতীকী ছবি ৷
6/ 7


তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে ৷ যে সংস্থায় ১০০ জন কর্মী থাকবে এবং যাঁর বেতন ১৫,০০০ টাকা বা তার কম এই সুযোগ তাঁরাই পাবেন ৷ প্রতীকী ছবি ৷