1/ 4


রিয়েল এস্টেট সেক্টরে জন্য বিশেষ প্যাকেজের পরিকল্পনা ৷ সরকার এই সেক্টরের জন্য রেন্টাল পলিসি আনতে পারে যার জেরে ইনস্টিটিউশনের তরফে কেনা প্রপার্টি রেন্টে দিলে ট্যাক্স ছাড় মিলবে ৷
2/ 4


রেন্টাল ইনকাম থেকে হওয়া লাভে ইনকাম ট্যাক্সে ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ প্রস্তাব অনুযায়ী ১০ বছর পর্যন্ত মিলতে পারে ট্যাক্স ছাড় ৷
3/ 4


অর্থ মন্ত্রক রিয়েল এস্টেট সংগঠন CREDAI ও NAREDO থেকে রেন্টাল প্রপার্টির ডিটেল চেয়ে পাঠিয়েছে ৷ রেন্টাল বিজনেস মডেলে ডিটেল প্রেজেন্টেশন চেয়ে পাঠিয়েছে ৷