পদ দুর্ঘটনায় লাগাম টানতে নতুন প্ল্যান নিয়ে এল মোদি সরকার ৷ নীতিন গডকড়ি পথ দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এর জন্য টায়ারের নিমার্ণের জন্য রবারের সঙ্গে সিলিকম মিশিয়ে ও টায়ারে নাইট্রোজেন ভর্তি করা বাধ্যতামূলক করার দরকার রয়েছে ৷ এতে টায়ার ভাল থাকবে এবং সেটি ফাটার সম্ভাবনা অনেকটাই কমে যাবে ৷
নাইট্রোজেন গ্যাস টায়ার গরমে টায়ারে ঠান্ডা রাখে ৷ নাইট্রোজেন গ্যাস রবারের জায়গায় কম বাড়ে ৷ এর জেরে টায়ারের প্রেসার ঠিক থাকে ৷ এর জন্য ফর্মুলা ওয়ান রেসিং গাড়ির টায়ারে নাইট্রোজেন গ্যাস ভড়া থাকে ৷ সাধারণ হাওয়া ফ্রিতে বা ৫ থেকে ১০ টাকা দিয়ে ভড়া হয়ে থাকে ৷ তবে নাইট্রোজেন গ্যাস ভর্তির জন্য ১৫০ থেকে ২০০ টাকা খরচ করতে হবে ৷