হোম » ছবি » দেশ » ছুটিতে সরকারি চিকিৎসক, মরণাপন্ন প্রসূতির অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন বিধায়ক

ছুটিতে সরকারি চিকিৎসক, মরণাপন্ন প্রসূতির অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন বিধায়ক

  • Bangla Editor

  • 17

    ছুটিতে সরকারি চিকিৎসক, মরণাপন্ন প্রসূতির অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন বিধায়ক

    নিজের বিধানসভা এলাকায় ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা পরিদর্শন করতে গিয়েছিলেন৷ তখনই খবর এল, এলাকার এক মহিলা প্রসব বেদনায় ছটফট করছেন৷ কিন্তু এলাকায় কোনও চিকিৎসক নেই৷ সময় নষ্ট না করে নিজেই জরুরি ভিত্তিতে ওই প্রসূতির অস্ত্রোপচার করলেন বিধায়ক৷ কারণ পেশায় তিনি নিজেও একজন চিকিৎসক৷ PHOTO- INSTAGRAM/WETHENAGAS

    MORE
    GALLERIES

  • 27

    ছুটিতে সরকারি চিকিৎসক, মরণাপন্ন প্রসূতির অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন বিধায়ক

    রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ ওঠাটাই স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে, তখন এই বিধায়কের হাত ধরে মানবিক ছবির সাক্ষী থাকল মিজোরাম৷ ঘটনাটি ঘটেছে মিজোরামের ছামপাই জেলায়৷ যে বিধায়ক এই অস্ত্রোপচার করেছেন, তাঁর নাম জেড আর থিয়ামসাঙ্গা৷

    MORE
    GALLERIES

  • 37

    ছুটিতে সরকারি চিকিৎসক, মরণাপন্ন প্রসূতির অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন বিধায়ক

    পেশায় চিকিৎসক এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ থিয়ামসাঙ্গা সোমবার সকালে ছামপাই জেলায় পর পর ভূমিকম্পের জেরে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিদর্শনে যান৷ একই সঙ্গে এলাকার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখাও তাঁর উদ্দেশ্য ছিল৷ সকালে এলাকায় পৌঁছনোর পরই ওই প্রসূতির কথা তাঁকে জানানো হয়৷

    MORE
    GALLERIES

  • 47

    ছুটিতে সরকারি চিকিৎসক, মরণাপন্ন প্রসূতির অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন বিধায়ক

    থিয়ামসাঙ্গা পরে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমকে বলেন, 'ওই মহিলা এনগুর নামে একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা৷ নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন তিনি৷ তাঁর প্রচণ্ড প্রসব যন্ত্রণা ছাড়াও শারীরিক অবস্থাও বেশ জটিল হয়ে পড়েছিল কারণ একটানা রক্তক্ষরণে তাঁর হিমোগ্লোবিনের মাত্রা তলানিতে এসে ঠেকেছিল৷'

    MORE
    GALLERIES

  • 57

    ছুটিতে সরকারি চিকিৎসক, মরণাপন্ন প্রসূতির অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন বিধায়ক

    এ দিকে জেলা হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞও শারীরিক কারণে ছুটিতে ছিলেন৷ তাছাড়া সবথেকে কাছের হাসপাতাল বলতে তা আইজলে অবস্থিত৷ যা সেখান থেকে ২০০ কিলোমিটার দূরে৷

    MORE
    GALLERIES

  • 67

    ছুটিতে সরকারি চিকিৎসক, মরণাপন্ন প্রসূতির অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন বিধায়ক

    ঘটনার কথা শুনেই ওই প্রসূতিকে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই চিকিৎসক তথা বিধায়ক৷ নিজে সেখানে পৌঁছে সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি অস্ত্রোপচারটি করেন৷ এখন মা এবং শিশু দু' জনেই সুস্থ আছে৷

    MORE
    GALLERIES

  • 77

    ছুটিতে সরকারি চিকিৎসক, মরণাপন্ন প্রসূতির অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন বিধায়ক

    অতীতেও এক প্রসূতিকে একই ভাবে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন থিয়ামসাঙ্গা৷ ২০১৮ সালে মিজো ন্যাশনাল ফ্রন্টের হয়ে নির্বাচনে জয়ী হন তিনি৷

    MORE
    GALLERIES