নিজের বিধানসভা এলাকায় ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা পরিদর্শন করতে গিয়েছিলেন৷ তখনই খবর এল, এলাকার এক মহিলা প্রসব বেদনায় ছটফট করছেন৷ কিন্তু এলাকায় কোনও চিকিৎসক নেই৷ সময় নষ্ট না করে নিজেই জরুরি ভিত্তিতে ওই প্রসূতির অস্ত্রোপচার করলেন বিধায়ক৷ কারণ পেশায় তিনি নিজেও একজন চিকিৎসক৷ PHOTO- INSTAGRAM/WETHENAGAS
থিয়ামসাঙ্গা পরে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমকে বলেন, 'ওই মহিলা এনগুর নামে একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা৷ নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন তিনি৷ তাঁর প্রচণ্ড প্রসব যন্ত্রণা ছাড়াও শারীরিক অবস্থাও বেশ জটিল হয়ে পড়েছিল কারণ একটানা রক্তক্ষরণে তাঁর হিমোগ্লোবিনের মাত্রা তলানিতে এসে ঠেকেছিল৷'